মালদা

MP ও MLA কোটা থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরী রাস্তা ও ড্রেনের উদ্বোধন

শনিবার কালীয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় MP ও MLA কোটা থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরী রাস্তা ও ড্রনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সুজাপুর বিধায়ক ইশা খান চৌধুরী। গ্রামের কাঁচা রাস্তা ঢালাই রাস্তায় পরিণত হওয়ায় খুশি গ্রামের মানুষ। আলিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামের রাস্তা ও জল নিকাসের একটি ব্যবস্থা করা হক। শনিবার গ্রামের মানুষদের সেই দাবি পুরন হল। দক্ষিণ মালদা সাংসদ আবু হাসেন খান চৌধুরী ও সুজাপুর বিধায়ক ইসা খান চৌধুরী তাদের MP ও MLA কোটা থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরী চারটি রাস্তা ও বেশ কিছু ড্রেনের উদ্বোধন করেন, এদিন এই রাস্তা ও ড্রেন গুলির ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক ইসাখান চৌধুরী। কালিয়াচকের ১ নম্বর ব্লকের আলিপুর ১ নম্বর গ্রাম প্নগচায়েতে বাম্বা মোড় ও মালুয়াবাদী মারুপুর এলাকায় এই কাজ গুলি করা হয়। বিধায়ক ইসাখান চৌধুরী জানান বহু দিন আগেই গ্রামের মানুষরা এই দাবি গুলি করেন। আজ তার মধ্যে কিছু কাজের উদ্বোধন হল। আগামীতে বাকি সমস্যা গুলি সমাধান করবেন বলে জানান তিনি।